Dhaka 5:58 pm, Thursday, 29 May 2025

পঞ্চগড়ে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের দায়ে ২ জনের কারাদণ্ড

পঞ্চগড়ে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, ২ জনের কারাদণ্ড।

পঞ্চগড়ে ফসলি জমির পাশ থেকে সমতল ভূমি কেটে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে দুইজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ মে) দুপুরে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী।সাজাপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুর এলাকার বাসিন্দা ও বালু-পাথর উত্তোলনের জন্য খনন করা জমির মালিক শফিউল ইসলাম এবং এস্কেভেটর চালক পলাশ (২৬)। তিনি যশোরের শর্শা উপজেলার বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী এলাকায় অবৈধ উপায়ে ফসলি জমির পাশেই এস্কেভেটর দিয়ে মাটি কেটে বালু ও পাথর উত্তোলন করছিলেন শফিউল ইসলাম। এসব বালি ও মাটি ওই এলাকায় ট্রাক্টর দিয়ে পরিবহন করা হচ্ছিল। সেনাবাহিনীর পঞ্চগড় ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয়ের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী। এ সময় জমির মালিক শফিউল ইসলামকে ৬ মাস ও এস্কেভেটর চালককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী জানান, প্রশাসনের অনুমতি ছাড়া জমির মালিক সমতল ভূমির মাটি কেটে পুকুর খননের নামে বালু ও পাথর অবৈধ উপায়ে উত্তোলন করছিলেন। এর আগেও খবর পেয়ে তাকে সতর্ক করা হয়েছিল। তিনি শোনেননি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে সাজা দেয়া হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

পঞ্চগড়ে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের দায়ে ২ জনের কারাদণ্ড

Update Time : 11:31:00 am, Wednesday, 28 May 2025

পঞ্চগড়ে ফসলি জমির পাশ থেকে সমতল ভূমি কেটে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে দুইজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ মে) দুপুরে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী।সাজাপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুর এলাকার বাসিন্দা ও বালু-পাথর উত্তোলনের জন্য খনন করা জমির মালিক শফিউল ইসলাম এবং এস্কেভেটর চালক পলাশ (২৬)। তিনি যশোরের শর্শা উপজেলার বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী এলাকায় অবৈধ উপায়ে ফসলি জমির পাশেই এস্কেভেটর দিয়ে মাটি কেটে বালু ও পাথর উত্তোলন করছিলেন শফিউল ইসলাম। এসব বালি ও মাটি ওই এলাকায় ট্রাক্টর দিয়ে পরিবহন করা হচ্ছিল। সেনাবাহিনীর পঞ্চগড় ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয়ের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী। এ সময় জমির মালিক শফিউল ইসলামকে ৬ মাস ও এস্কেভেটর চালককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী জানান, প্রশাসনের অনুমতি ছাড়া জমির মালিক সমতল ভূমির মাটি কেটে পুকুর খননের নামে বালু ও পাথর অবৈধ উপায়ে উত্তোলন করছিলেন। এর আগেও খবর পেয়ে তাকে সতর্ক করা হয়েছিল। তিনি শোনেননি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে সাজা দেয়া হয়।