গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার শঠিবাড়ি এলাকার ড্রিম পেট্রোল পাম্প সংলগ্ন রংপুর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সৌখিন এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহী একটি বাস শঠিবাড়ি ড্রিম পেট্রোল পাম্প এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইটভাঙা ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন।
এ ঘটনায় আরো পাঁচ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এবং মিঠাপুকুর হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও ট্রলি পীরগঞ্জ উপজেলার বড়দরগা হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।
আজ রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে বড় দরগা হাইওয়ে পুলিশের সার্জেন্ট আব্দুর রশিদ জানান, দুর্ঘটনা কবলিত বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে।
পরবর্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে দুর্ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।