Dhaka 5:46 pm, Saturday, 15 March 2025

ঢাকা-রংপুর মহাসড়কে বাস-ট্রলির সংঘর্ষে নিহত ২

ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুরে যাত্রীবাহীবাসের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভতি করা হয়েছে।

গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার শঠিবাড়ি এলাকার ড্রিম পেট্রোল পাম্প সংলগ্ন রংপুর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজশাহী জেলার চারঘাট উপজেলার হলিদাগাজী জায়গীর পাড়ার সেলিম মিয়া (৩০) ও হাশেম মিয়া (৩৮)। আহতদের মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সৌখিন এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহী একটি বাস শঠিবাড়ি ড্রিম পেট্রোল পাম্প এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইটভাঙা ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন।

এ ঘটনায় আরো পাঁচ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এবং মিঠাপুকুর হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও ট্রলি পীরগঞ্জ উপজেলার বড়দরগা হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।

আজ রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে বড় দরগা হাইওয়ে পুলিশের সার্জেন্ট আব্দুর রশিদ জানান, দুর্ঘটনা কবলিত বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে।

পরবর্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে দুর্ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

ঢাকা-রংপুর মহাসড়কে বাস-ট্রলির সংঘর্ষে নিহত ২

Update Time : 11:35:37 am, Sunday, 22 September 2024
ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুরে যাত্রীবাহীবাসের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভতি করা হয়েছে।

গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার শঠিবাড়ি এলাকার ড্রিম পেট্রোল পাম্প সংলগ্ন রংপুর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজশাহী জেলার চারঘাট উপজেলার হলিদাগাজী জায়গীর পাড়ার সেলিম মিয়া (৩০) ও হাশেম মিয়া (৩৮)। আহতদের মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সৌখিন এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহী একটি বাস শঠিবাড়ি ড্রিম পেট্রোল পাম্প এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইটভাঙা ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন।

এ ঘটনায় আরো পাঁচ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এবং মিঠাপুকুর হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও ট্রলি পীরগঞ্জ উপজেলার বড়দরগা হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।

আজ রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে বড় দরগা হাইওয়ে পুলিশের সার্জেন্ট আব্দুর রশিদ জানান, দুর্ঘটনা কবলিত বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে।

পরবর্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে দুর্ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।