
বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তবে চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত একজন এখনো পলাতক রয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন শাজাহানপুর উপজেলার ঘাসিড়া নওদাপাড়া এলাকার মো. সুমন (৩৯) এবং নন্দীগ্রাম উপজেলার দামগাড়া এলাকার মোয়াজ্জেম হোসেন (৪৪)। পলাতক রয়েছেন শাজাহানপুরের ফুলকোট এলাকার মৃত ইফাজ সাকিদারের ছেলে উজ্জ্বল হোসেন, যিনি এই চক্রের মূলহোতা বলে জানা গেছে।শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক শনিবার (২৪ মে) বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত সুমনের বিরুদ্ধে বগুড়ার বিভিন্ন থানায় হত্যা, চুরি ও জালিয়াতির তিনটি মামলা রয়েছে। এছাড়া মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মাদক ও বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা রয়েছে।
পুলিশ এই কর্মকর্তা জানান, ৫ মে খাসিয়া নওদাপাড়া এলাকা থেকে মো. সুমনকে এবং ১৩ মে নন্দীগ্রামের দামগাড়া এলাকা থেকে মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ মে রাতে একটি ধূসর রঙের হোন্ডা সিবি হোর্নেট মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় উজ্জ্বল হোসেন পালিয়ে যান।উদ্ধারকৃত মোটরসাইকেলটি গত ২৪ মার্চ সন্ধ্যায় বগুড়ার সুজাবাদ দহপাড়া এলাকা থেকে চুরি হয়েছিল। মোটরসাইকেলটির মালিক মো.আসাদুজ্জামান এ ঘটনায় শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করেন থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল কুদ্দুস। তিনি আরও জানান, উদ্ধারকৃত মোটরসাইকেলটি পলাতক আসামি মো. উজ্জ্বল হোসেনের কাছে ছিল। তিনি ফুলকোট এলাকা থেকে পালিয়েছেন। তার বিরুদ্ধে ছয়টি থানায় ডাকাতি, ছিনতাই ও চুরির মামলা রয়েছে। পুলিশ পলাতক উজ্জ্বলকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।