
ফরিদপুর থেকে হত্যার উদ্দেশ্য অপহরণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ ও ১০। গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) রাতে জেলার সালথা উপজেলার প্রোতাপ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ১০-এর সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার। আটক দুই ভাই হলেন রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের মো. রাসেল (২৪) ও মো. শরিফুল ইসলাম (৩৫)।
শামীম হাসান সরদার জানান, গত ৯ মার্চ রাতে রাজশাহীর মোহনপুরের ধুরইল বিলে ভিকটিম আলতাব হোসেন (৫৩) গভীর নলকূপ থেকে জমিতে পানি দিতে গেলে রাসেল ও শরিফুল ইসলামসহ আরও কয়েকজন বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে হত্যার উদ্দেশ্যে তাকে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় ভিকটিমের ছেলে মো. আতাউর রহমান মোহনপুর থানায় একটি মামলা করেন। পরবর্তী সময়ে মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চালায় র্যাব-৫ ও র্যাব-১০।
গ্রেপ্তার হওয়া আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব ১০-এর এই সহকারী পুলিশ সুপার।