
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসানকে আর মাঠে দেখা যায়নি। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ থেকেও ছুটি নেন তিনি। এ ছাড়া বেশ কিছুদিন ধরেই মাঠের বাইরে ছিলেন। এবার ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে বিশ্রাম শেষে মাঠে ফিরেছেন তিনি। বুধবার (২০ মার্চ) প্রথমবারের মতো শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে মাঠে নেমেছেন সাকিব। এদিন বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে ব্যাটিং পায় শেখ জামাল।
আরো পড়ুন:বিপিএলে কে কোন পুরস্কার পেলেন
সিটি ক্লাবের বিপক্ষে দলটির হয়ে ওপেনিংয়ে নামেন সৈকত আলী ও সাইফ হাসান। তবে শুরুটা অবশ্য ভালো হয়নি নুরুল হাসান সোহানের দলের। দলীয় ২১ রানে সোহেল রানার বলে প্যাভিলিয়নে ফেরেন সৈকত। এরপর দ্রুতই ফেরেন আরেক ওপেনার সাইফ হাসান। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে আসেন সাকিব। বাউন্ডারি দিয়েই শুরুটা করেছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে আগ্রাসী ভূমিকায় খেলতে থাকা সাকিব বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি। ১৩৫ দশমিক ৭১ স্ট্রাইক রেটে ব্যাট চালানো সাকিব দুই চারে ১৪ বলে ১৯ রানের ইনিংস খেলে সাজঘরের পথ ধরেন।
One thought on “‘১৯’ রানেই শেষ সাকিবের ইনিংস”