
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১৭৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচ ডাকাত, ১৩ পেশাদার সক্রিয় ছিনতাইকারী, তিন চাঁদাবাজ, ছয় চোর, ১৮ মাদক কারবারি, ৪৩ পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধীরা রয়েছে।
ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ মার্চ) দিনগত রাত ১২টা থেকে বুধবার (১৯ মার্চ) রাত ১২টা পর্যন্ত রাজধানীর ৫০টি থানায় এসব অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের থেকে বিভিন্ন অপরাধে ব্যবহৃত দুটি চাপাতি, একটি চাকু, একটি ছুরি, একটি কুড়াল, পাঁচটি মোবাইল ফোন, একটি প্রাইভেটকার ও নগদ ১২ হাজার ৩১০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে এক হাজার ৫৪৭ পিস ইয়াবা ও ১০৬ কেজি ১৫১ গ্রাম গাঁজা।
ওই ২৪ ঘণ্টায় অপরাধীদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ৬৪টি মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।