
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন ও যাত্রীদের নির্বিঘ্ন পারাপার নিশ্চিত করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় জানানো হয়, ঈদের সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ফেরি, ২২টি লঞ্চ ও ৩টি ফেরিঘাট সচল থাকবে। যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ, র্যাব, আনসার, নৌবাহিনী ও নৌ-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। ঈদের এক সপ্তাহ আগে থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে, যেখানে ফেরি, লঞ্চ ও গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া, ঈদের তিনদিন আগে থেকে তিনদিন পর পর্যন্ত পণ্যবাহী যানবাহন পারাপার বন্ধ থাকবে।সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব, বিআইডব্লিউটিএ উপপরিচালক মো. সেলিম হোসেন, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাউদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।