
আজ ২৫ মে (রোববার) পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই বিদ্রোহী কবি। তার ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। পিতার নাম কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন।কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও তিনি ছিলেন একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার ও অভিনেতা। তার কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করে। তিনি বৈচিত্র্যময় রাগ-রাগিণী সৃষ্টির মাধ্যমে বাংলা সংগীতকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেন।কাজী নজরুল ছিলেন চির প্রেমের কবি। প্রেম, দ্রোহ, সাম্য ও মানবতার গান গেয়ে তিনি হয়ে উঠেছেন সর্বজনীন। তার লেখনি অসাম্প্রদায়িক চেতনার অন্যতম ভিত্তি হয়ে উঠেছিল। তার কবিতা ও গান যুগে যুগে মানুষকে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা যুগিয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধেও তার গান ছিল মুক্তির বার্তা।স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবিকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন এবং তাকে জাতীয় কবির মর্যাদা দিয়ে ধানমন্ডিতে একটি বাড়ি প্রদান করেন।