Dhaka 5:37 pm, Saturday, 15 March 2025

ফেসবুকে ১২ দিনের পরিচয় প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাত্র ১২ দিনের পরিচয়। এরইমধ্যে জড়িয়ে পড়ে প্রেমের সম্পর্কে। পরে প্রেমিকের ডাকে সাড়া দিতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক স্কুলছাত্রী।

এমনই ঘটনা ঘটেছে রাজবাড়ীতে। এ ঘটনায় বুধবার (২৫ ডিসেম্বর) ভুক্তভোগীর বাবা চারজনকে আসামি করে রাজবাড়ী থানায় মামলা করেছেন। পরে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারদের একজন রাজবাড়ী সদর উপজেলার হাবিবুর রহমানের ছেলে সজিব অমিত (১৯)। বাকি দুজনের বয়স ১৬ বছর। এ ঘটনায় পলাতক রয়েছেন রাশেদ (২০) নামের একজন।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ফেসবুকে ওই ছাত্রীর সঙ্গে সদর উপজেলার এক কিশোরের (১৬) পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সুবাদে মেয়েটিকে দেখা করতে বলে ওই কিশোর। ১৮ ডিসেম্বর দুপুরে সদর উপজেলার ভবদিয়া পার্কে তারা দেখা করে। পরে সেখান থেকে কৌশলে তাকে একটি বাড়িতে নিয়ে যায় ওই কিশোরসহ তার তিন সহযোগী।

সেখানে আটকে রেখে মেয়েটিকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে মেয়েটিকে জেলা শহরের বড়পুল এলাকায় রেখে পালিয়ে যায় ওই কিশোর। এরপর মেয়েটি তার বাড়িতে গিয়ে সব কিছু খুলে বলে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, মেয়েটির জবানবন্দি আদালতে রেকর্ড করা হয়েছে। তার ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে। গ্রেফতার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

ফেসবুকে ১২ দিনের পরিচয় প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

Update Time : 07:33:18 pm, Wednesday, 25 December 2024

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাত্র ১২ দিনের পরিচয়। এরইমধ্যে জড়িয়ে পড়ে প্রেমের সম্পর্কে। পরে প্রেমিকের ডাকে সাড়া দিতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক স্কুলছাত্রী।

এমনই ঘটনা ঘটেছে রাজবাড়ীতে। এ ঘটনায় বুধবার (২৫ ডিসেম্বর) ভুক্তভোগীর বাবা চারজনকে আসামি করে রাজবাড়ী থানায় মামলা করেছেন। পরে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারদের একজন রাজবাড়ী সদর উপজেলার হাবিবুর রহমানের ছেলে সজিব অমিত (১৯)। বাকি দুজনের বয়স ১৬ বছর। এ ঘটনায় পলাতক রয়েছেন রাশেদ (২০) নামের একজন।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ফেসবুকে ওই ছাত্রীর সঙ্গে সদর উপজেলার এক কিশোরের (১৬) পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সুবাদে মেয়েটিকে দেখা করতে বলে ওই কিশোর। ১৮ ডিসেম্বর দুপুরে সদর উপজেলার ভবদিয়া পার্কে তারা দেখা করে। পরে সেখান থেকে কৌশলে তাকে একটি বাড়িতে নিয়ে যায় ওই কিশোরসহ তার তিন সহযোগী।

সেখানে আটকে রেখে মেয়েটিকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে মেয়েটিকে জেলা শহরের বড়পুল এলাকায় রেখে পালিয়ে যায় ওই কিশোর। এরপর মেয়েটি তার বাড়িতে গিয়ে সব কিছু খুলে বলে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, মেয়েটির জবানবন্দি আদালতে রেকর্ড করা হয়েছে। তার ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে। গ্রেফতার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।