
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কিশোর গ্যাংয়ের ১০ সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী । শুক্রবার (২১ মার্চ) রাতে উপজেলার মাঝুখান এলাকায় এই ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার ইফতারের পর তিনটি অটোরিকশা দিয়ে ২০ থেকে ২৫ জন বহিরাগত কিশোর মাঝুখান এলাকায় আসে। এক পর্যায়ে তাদের কথা ও চলাফেরা সন্দেহ হলে এলাকাবাসী ধাওয়া দেয়। পরে কয়েকজন পালিয়ে গেলেও ১০ জনকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। এ সময় তাদের ব্যবহৃত তিনটি অটোরিকশা জব্দ করা হয়।
আটককৃতরা জানায়, ছোট বাবু নামের এক মাদক ব্যবসায়ী নিজের আধিপত্য বিস্তারের জন্য তাদের খবর দিয়েছে। তাদের প্রত্যেকের বয়স ১৪ থেকে ১৭ বছর।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সেলিমুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।