
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ডাকাতের হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গণপিটুনিতে আহত হয়েছেন দুই ডাকাত। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে এই ঘটনা ঘটে। নিহতের নাম সজীব হোসেন (৩৮)। তিনি কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়নের গাবচালা এলাকার মুক্তার আলীর ছেলে। সজীব এলাকায় মাটি সরবরাহের ব্যবসা করতেন। এতে রয়েল মিয়া নামের অপর এক ব্যবসায়ী আহত হয়েছেন।পুলিশ জানায়, রাত দশটার দিকে দুই মাটি ব্যবসায়ী মোটরসাইকেলযোগে উপজেলার জামালপুর চৌরাস্তা থেকে বড়ই বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় হাটুরিয়াচালা এলাকায় পৌঁছালে একদল ডাকাত তাদের গতিরোধ করে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দুই ডাকাত সদস্যকে গণপিটুনি দেয়। আহত দুই ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, ঘটনাস্থল থেকে আহত অবস্থায় দুই ডাকাতসহ সজীব ও রয়েলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে সজীবকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।