
খুলনার সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে ২৮ কেজি হরিণের মাংসসহ একজন শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (১৪ মার্চ) সকালে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।আটককৃতের নাম, মো. ইয়াসিন গাজি (২৭)। তিনি খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।
তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন নলিয়ানের বালুর মাঠ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৮ কেজি হরিণের মাংসসহ ইয়াসিন নামে এক হরিণ শিকারীকে আটক করা হয়।তিনি আরও বলেন, আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে হড্ডা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী রক্ষায় এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।এর আগে, গত বুধবার সুন্দরবনের শিবসা নদীতে একটি বোটে তল্লাশি চালিয়ে ২৫ কেজি হরিনের মাংস, ৮০টি হরিন শিকারের ফাঁদসহ ৫ জনকে আটক করে কোষ্টগার্ড।