
জনপ্রিয় সংগীতশিল্পী কিশোর পলাশ এবারের ডিসেম্বরটা কাটাচ্ছেন তুমুল ব্যস্ততায়। বেশ কিছু স্টেজ শো নিয়ে
ব্যস্ত তিনি। এবার তিনি মাতাবেন সিঙ্গাপুর। এরইমধ্যে প্রবাসীদের দু’টি অনুষ্ঠানে গান গাইতে দেশটিতে
পৌঁছেছেন তিনি। আজ ক্রিসমাস উপলক্ষে কিশোর পলাশ গাইবেন সিঙ্গাপুরের তেরোসান রিক্রিয়েশন
সেন্টারে। অন্যদিকে থার্টিফার্স্ট উপলক্ষে এ গায়ক গাইবেন সিঙ্গাপুরের তুয়াস রিক্রিয়েশন সেন্টারে। এ শিল্পী
বলেন, সিঙ্গাপুরের ক্রিসমাস ও থার্টি ফার্স্ট উপলক্ষে দু’টি শো করছি। খুব ভালো আয়োজনের একটি শো।
রেমিট্যান্স যোদ্ধাদের গান শোনাতে পারবো বলে ভালো লাগা কাজ করছে। শোগুলো ভালোভাবে শেষ করে
আশা করছি নতুন বছরে দেশে ফিরবো। ফিরেই নতুন গান নিয়ে ব্যস্ত হওয়ার কথা জানালেন কিশোর পলাশ।
তিনি বলেন, এরইমধ্যে একাধিক গান তৈরি হয়ে আছে। তবে এখন কম গান প্রকাশ করছি। একটু সময় নিয়ে
গান করছি। সব মিলিয়ে আশা করছি নতুন বছরে শ্রোতাদের জন্য নতুন গান উপহার দিতে পারবো।