Dhaka 9:28 pm, Friday, 23 May 2025

নতুন পরিচয়ে পরীমণির নতুন অভিজ্ঞতা

পরীমণির নতুন অভিজ্ঞতা

অভিনয় জীবনের পাশাপাশি নতুন পরিচয় হিসেবে ব্যবসায়ী হয়ে উঠেছেন ঢালিউড চিত্রনায়িকা পরীমণি। শুরু করেছেন অনলাইনভিত্তিক মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ বডি। এমন সময়েই নিজের নতুন এক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানালেন অভিনেত্রী। নিজের প্রথম প্রতিষ্ঠান বডি নিয়ে দারুণ উচ্ছ্বসিত পরী।

তবে অভিনয় জীবন, ব্যবসা আর দুই সন্তান নিয়ে ব্যস্ততায় নাজেহাল অবস্থা অভিনেত্রীর। তাই শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে পরীমণি তার ফেসবুক আইডিতে জানান কঠিন এক সত্যকে। সুখের সময় উদযাপনে অনেক মানুষ থাকলেও দুঃসময়ে আপনি শুধু পাশে পাবেন একাকিত্বকেই। একাই সব কঠিন সময় সামলাতে হবে, এ উপলব্ধি যত দ্রুত হবে ততই জীবনে সফলতা আর সুখের দেখা পাওয়া যাবে বলে মনে করেন অভিনেত্রী।
 
এই একজীবন যে কত অভিজ্ঞতার! একা একজন হয়ে ১০০ জনের কাজ, দায়িত্ব সামলানো কী যে নিদারুণ সুন্দর! কিন্তু বিশ্বাস করেন, শুধু একবার অসুস্থ বা কোনো কারণে কাউকে ভীষণ প্রয়োজন হয়ে উঠুক আপনার, ঠিক তখনই দেখবেন আপনি একা। একদমই একা।প্রত‍্যেকটা মানুষের এই জীবনে এই সময়টা আসা দরকার। যত তাড়াতাড়ি আসবে আর আপনার এমন উপলব্ধি যত তাড়াতাড়ি হবে ততই ভালো। আপনার ভালো সময় উদযাপন বা উপভোগের লোকের যেমন অভাব পড়ে না ঠিক তেমনি আপনার নিজের দরকারে আপনি আপনার একাই সব। এটা বুঝে যাওয়া জীবনের সবচেয়ে দারুণ ব্যাপার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

নতুন পরিচয়ে পরীমণির নতুন অভিজ্ঞতা

Update Time : 04:40:05 pm, Saturday, 22 February 2025

অভিনয় জীবনের পাশাপাশি নতুন পরিচয় হিসেবে ব্যবসায়ী হয়ে উঠেছেন ঢালিউড চিত্রনায়িকা পরীমণি। শুরু করেছেন অনলাইনভিত্তিক মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ বডি। এমন সময়েই নিজের নতুন এক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানালেন অভিনেত্রী। নিজের প্রথম প্রতিষ্ঠান বডি নিয়ে দারুণ উচ্ছ্বসিত পরী।

তবে অভিনয় জীবন, ব্যবসা আর দুই সন্তান নিয়ে ব্যস্ততায় নাজেহাল অবস্থা অভিনেত্রীর। তাই শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে পরীমণি তার ফেসবুক আইডিতে জানান কঠিন এক সত্যকে। সুখের সময় উদযাপনে অনেক মানুষ থাকলেও দুঃসময়ে আপনি শুধু পাশে পাবেন একাকিত্বকেই। একাই সব কঠিন সময় সামলাতে হবে, এ উপলব্ধি যত দ্রুত হবে ততই জীবনে সফলতা আর সুখের দেখা পাওয়া যাবে বলে মনে করেন অভিনেত্রী।
 
এই একজীবন যে কত অভিজ্ঞতার! একা একজন হয়ে ১০০ জনের কাজ, দায়িত্ব সামলানো কী যে নিদারুণ সুন্দর! কিন্তু বিশ্বাস করেন, শুধু একবার অসুস্থ বা কোনো কারণে কাউকে ভীষণ প্রয়োজন হয়ে উঠুক আপনার, ঠিক তখনই দেখবেন আপনি একা। একদমই একা।প্রত‍্যেকটা মানুষের এই জীবনে এই সময়টা আসা দরকার। যত তাড়াতাড়ি আসবে আর আপনার এমন উপলব্ধি যত তাড়াতাড়ি হবে ততই ভালো। আপনার ভালো সময় উদযাপন বা উপভোগের লোকের যেমন অভাব পড়ে না ঠিক তেমনি আপনার নিজের দরকারে আপনি আপনার একাই সব। এটা বুঝে যাওয়া জীবনের সবচেয়ে দারুণ ব্যাপার।