
নতুন বাংলাদেশ বিনির্মাণে শুধু সংস্কার কমিশনগুলোর সুপারিশ যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন জনমানুষের ঐক্য এবং গণতান্ত্রিক শক্তির সমন্বয়—এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
আজ সোমবার (২৮ এপ্রিল) ঢাকার সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশন ও গণঅধিকার পরিষদের মধ্যে অনুষ্ঠিত এক আলোচনায় এ কথা বলেন তিনি। আলোচনায় আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, বিচারপতি মো. এমদাদুল হক এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, “গত ৫৩ বছর ধরে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বুকে ধারণ করে এসেছে। এখন সময় এসেছে সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করার।” তিনি আরও বলেন, “কাগজে সুপারিশ লেখা নয়, বরং জনগণের প্রতি দৃঢ় অঙ্গীকার ও প্রতিশ্রুতির মাধ্যমেই এগিয়ে যেতে হবে।”
তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশনের মূল লক্ষ্য একটি জাতীয় সনদ তৈরি করা, যার মাধ্যমে ক্ষমতার সুষম বণ্টন নিশ্চিত করে দেশের সম্ভাবনাকে জাগ্রত করা সম্ভব হবে। আলোচনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধি দলে ছিলেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, আবু হানিফ, হাবিবুর রহমান রিজু, অ্যাডভোকেট খালিদ হোসেন, সাকিব হোসাইন, শাকিল উজ্জামান, ফাতেমা তুজ জোহরা রেসা ও মুনতাজুল ইসলাম।