Dhaka 6:50 pm, Monday, 19 May 2025

গাছের শারিরিক বৃদ্ধি কিসে করে?

  • Reporter Name
  • Update Time : 03:12:00 pm, Wednesday, 14 August 2024
  • 59 Time View

গাছের শারীরিক বৃদ্ধি করে ইউরিয়া সার। ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ ৪৬% , যা গাছের শিকড়ের বৃদ্ধি, ডালপালা ও কাণ্ড বৃদ্ধিতে ব্যাপক সহায়তা করে।

MP – সার উদ্ভিদে শর্করা বা শ্বেতসার দ্রব্য পরিবহনে সহায়তা করে।

টিএসপি সার ফলের পরিপক্বতা ত্বরান্বিত করে এবং ফুল, ফল ও বীজের গুণগত মান বাড়াতে সহায়তা করে।

জৈব রসায়ন

Organic Chemistry

কার্বণ শিকল দ্বারা গঠিত বিভিন্ন যৌগের রসায়নকে জৈব রসায়ন বলে । অন্যভাবে বলা যায় যে, রসায়নের যে শাখায় হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক সমন্ধে আলোচনা করা হয়, তাকে জৈব রসায়ন বলে। হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত দ্বিমৌল যৌগসমূহকে হাইড্রোকার্বন বলে । জৈব যৌগ বলতে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভুত যৌগসমূহকে বুঝায় ।

ফেডারিক উহলারকে জৈব রসায়নের জনক বলা হয় । জৈব যৌগে কার্বন মৗলটি অবশ্যই থাকবে। জৈব বস্তুর সম্পূর্ণ দহনে কার্বন-ডাই-অক্সাইড এবং অসম্পূর্ণ দহনে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। কার্বন শিকলের প্রকতি অনুযায়ী জৈব যৌগসমূহকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায় । যথা-অ্যালিফেটিক যৌগ এবং অ্যারোমেটিক যৌগ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

গাছের শারিরিক বৃদ্ধি কিসে করে?

Update Time : 03:12:00 pm, Wednesday, 14 August 2024

গাছের শারীরিক বৃদ্ধি করে ইউরিয়া সার। ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ ৪৬% , যা গাছের শিকড়ের বৃদ্ধি, ডালপালা ও কাণ্ড বৃদ্ধিতে ব্যাপক সহায়তা করে।

MP – সার উদ্ভিদে শর্করা বা শ্বেতসার দ্রব্য পরিবহনে সহায়তা করে।

টিএসপি সার ফলের পরিপক্বতা ত্বরান্বিত করে এবং ফুল, ফল ও বীজের গুণগত মান বাড়াতে সহায়তা করে।

জৈব রসায়ন

Organic Chemistry

কার্বণ শিকল দ্বারা গঠিত বিভিন্ন যৌগের রসায়নকে জৈব রসায়ন বলে । অন্যভাবে বলা যায় যে, রসায়নের যে শাখায় হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক সমন্ধে আলোচনা করা হয়, তাকে জৈব রসায়ন বলে। হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত দ্বিমৌল যৌগসমূহকে হাইড্রোকার্বন বলে । জৈব যৌগ বলতে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভুত যৌগসমূহকে বুঝায় ।

ফেডারিক উহলারকে জৈব রসায়নের জনক বলা হয় । জৈব যৌগে কার্বন মৗলটি অবশ্যই থাকবে। জৈব বস্তুর সম্পূর্ণ দহনে কার্বন-ডাই-অক্সাইড এবং অসম্পূর্ণ দহনে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। কার্বন শিকলের প্রকতি অনুযায়ী জৈব যৌগসমূহকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায় । যথা-অ্যালিফেটিক যৌগ এবং অ্যারোমেটিক যৌগ।