
গাইবান্ধায় জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ফুল মিয়া (৪১) ও শিপন (২৫) নামের দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মে) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন ও সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত মো. ফুল মিয়া গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের জমসেদ মিয়ার ছেলে ও শিপন সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের বেলতৌল গ্রামের মোকলেস মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ফুল মিয়া ও শিপন দুজনই পৃথক উপজেলায় জমিতে ধান কাটার কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে দুপুরে জমিতে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে দুইজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) আব্দুল্লাহ আল মামুন জানান, গাইবান্ধা সদর ও সাঘাটা উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
https://youtu.be/ydqhwSw0jd0?si=9UoD1hrlENs-701-
3 thoughts on “গাইবান্ধায় ধান কাটার সময় বজ্রপাতে দুইজনের মৃত্যু”