
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে ৩০ এপ্রিল ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক নির্মম হত্যাকাণ্ড ও হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে শুরু হয়ে শহীদ নগর বাজার হয়ে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়।
বিক্ষোভ শেষে বিদ্যালয়ের মাঠে বক্তারা বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদ। বক্তৃতা করেন ২ নম্বর পতনউষার ইউনিয়নের চেয়ারম্যান অলি আহমদ খান, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য তুয়াবুর রহমান তবারক, এবং উপস্থিত ছিলেন সাজিদুর রহমান চাচ্চু, আব্দুল জলিলসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
বক্তারা ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক গণহত্যা বন্ধ করার দাবি জানান এবং ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান।