সুনামগঞ্জের জগন্নাথপুরে আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রসহ সামি (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।থানা ও আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের ছাতক সেনা ক্যাম্পে কর্তব্যরত একদল সেনা সদস্য ও জগন্নাথপুর থানার একদল পুলিশ ১৬ মার্চ দিবাগত রাত ১ টার সময় জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে সাজ্জাদুর রহমান সামি (২৬)-কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় । এসময় তার বাড়ি তল্লাশি করে ২টি পাইপগান, ১টি এয়ারগান, ৩টি চাপাতি ও দা, ৭টি টেঁটা ও ১০টি ছুরি উদ্ধার করেন এবং গ্রেপ্তারকৃত আসামি সাজ্জাদুর রহমান সামিকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। খবরের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো, মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, তার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ পাহারায় সোমবার ( ১৭ মার্চ) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)