সাভারে সুলতান হোসেন সাগর (২৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) রাতে সাভার পৌর এলাকার ডগরমোড়া মহল্লায় এ ঘটনা ঘটে।নিহত সুলতান হোসেন সাগর সাভারের ডগরমোড়া এলাকার মৃত তসলিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সাগরকে ডগরমোড়া এলাকা থেকে ধাওয়া করে দুর্বৃত্তরা। পরে সিআরপি তিন রাস্তার মোড়ে তাকে পেয়ে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জালাল উদ্দীন বলেন হামলাকারীরা সাগরের পূর্ব পরিচিত। তাদের শনাক্তের চেষ্টা চলছে।বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বন্ধুদের সঙ্গে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)