লালমনিরহাট সদর উপজেলার সহকারী কমিশনার মোঃ আব্দুল্লাহ- আল- নোমান সরকার এর বদলী বাতিল চেয়ে মানববন্ধন করেছে লালমনিরহাটের সাধারণ মানুষ। আজ সকাল ১১টায় লালমনিরহাটের মিশোনমোড়ে গোল চত্বর এ মানববন্ধন করে শতাধিক নারী পুরুষ।মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাদের বক্তব্যে বলেন, কতিপয় সাংবাদিকদের মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে এসিল্যান্ড এর বদলীর আদেশ ফেরত চাই এবং হলুদ সাংবাদিকতা থেকে মুক্তি চাই।
আরো পড়ুন:ব্রহ্মপুত্র নদে টানেল নির্মাণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন
তাদের হাতে ছিলো বেশ কিছু প্লাকার্ড যেখানে লেখা ছিলো হলুদ সাংবাদিকতা থেকে মুক্তি চাই।এসিল্যান্ড এর বদলী ফেরত চাই। স্লোগানে মুখরিত ছিলো এসিল্যান্ড এর বদলি ফেরত চাই,ফেরত চাই বলে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের অফিস অভিমুখে স্লোগান দিতে দিতে যাত্রা শুরু করে। জেলা প্রশাসক অফিসের এর সামনে অবস্থান নিয়ে বক্তারা বক্তব্য দেন এবং এসিল্যান্ডের বদলীর বাতিল চেয়ে জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)