থাকছি, থাকব করে থাকাই হয়নি জাসপ্রিত বুমরাহর। বড্ড ভোগাচ্ছে চোট। বোর্ডার-গাভাস্কার ট্রফির পর থেকে এখনও মাঠের বাইরে। ভারতের অন্যতম বোলিং অস্ত্র খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। পিঠের চোটের যা অবস্থা, তাতে বুমরাহর নির্বাসন বাড়তে যাচ্ছে। এমনকি শঙ্কায় আছেন আইপিএলে খেলা নিয়েও।
বুমরাহকে সুস্থ করার দায়িত্ব তিনজনের ওপর দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ রজনীকান্ত শিভাঙ্গনম এবং ফিজিও তুলসী রাম যুবরাজ বুমরাহকে রিহ্যাব করাচ্ছেন। চিকিৎসক নিতিন প্যাটেল ভারতীয় পেসারকে নজরে রেখেছেন । দেশটির একাধিক মিডিয়া সূত্র মতে জানিয়েছে, বুমরাহর চোট এখনও সারেনি। বোলিং করতে পারছেন না ভারতীয় পেসার। তাতে শঙ্কায় পড়েছে তার দল মুম্বাই ইন্ডিয়ান্সও। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে বুমরাহর। বোর্ডের এক কর্তা বলেছেন, ‘বুমরাহর রিপোর্ট ঠিক আছে। অ্যাকাডেমিতে বোলিংও শুরু করে দিয়েছে। তবে আইপিএলের শুরুতে ওর বল করা কঠিন। মনে হয় এপ্রিলের প্রথম সপ্তাহে মাঠে ফিরতে পারবে।’
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)