কুড়িগ্রামের সদর উপজেলায় গোয়াল ঘর থেকে স্মৃতি রাণী (৩৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) দুপুরে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত স্মৃতি রাণী ওই উপজেলার পাঁচগাছী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা কার্তিকের স্ত্রী। তিন সন্তানের জননী ছিলেন তিনি।পুলিশ জানায়, মরদেহটি রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ির গোয়াল ঘর থেকে উদ্ধার করা হয়। নিহতের স্বামীর বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ওই বাড়ি অবস্থিত।
স্থানীয়রা জানায়, নিহত স্মৃতি রাণীর স্বামী কিছুদিন ধরে ঢাকায় কাজ করছিলেন। তিন সন্তান নিয়ে বাড়িতে একা থাকতেন স্মৃতি। আজ সকালে স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)