কয়েক দফা পিছিয়ে অবশেষে পাঁচ বছর পর এসএ গেমসের আসর বসবে পাকিস্তানে। মঙ্গলবার পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমস ফেডারেশনের এক সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ২৩-৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই গেমস।
সভায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান ও নির্বাহী সদস্য সিরাজউদ্দিন মো. আলমগীর যোগ দেন। এই প্রথম দক্ষিণ এশিয়ার অলিম্পিকখ্যাত এসএ গেমস হবে তিন শহরে। লাহোর থেকে সিরাজউদ্দিন মো. আলমগীর বলেন, ‘২৩-৩১ জানুয়ারি গেমসের সূচি নির্ধারণ হয়েছে। লাহোর, ফয়সালাবাদ ও ইসলামবাদ তিন শহরে গেমস অনুষ্ঠিত হবে।’সভায় অনুমোদিত ডিসিপ্লিনগুলো হলো— ফুটবল, হকি, অ্যাথলেটিক্স, সাঁতার, ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল, ক্রিকেট (টি ২০), আরচারি, বক্সিং, ফেন্সিং, গলফ, জুডো, কারাতে, শুটিং, স্কোয়াশ, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, টেনিস, ট্রায়াথলন, ভারোত্তোলন, কুস্তি, উশু, কাবাডি ও রাগবি।সভায় বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলংকা অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। জানা গেছে, জুমে ভারত অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সভায় অংশ নেন।সভায় বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলংকা অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। জানা গেছে, জুমে ভারত অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সভায় অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)