ম্যানচেস্টার সিটির হোম ভেন্যু ইতিহাদ স্টেডিয়ামে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেললেন কেভিন ডে ব্রুইনা। মঙ্গলবার রাতে প্রিমিয়ার লীগে বোর্নমাউথের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। এ ম্যাচেই স্বাগতিকদের হয়ে গোল করেন ওমর মারমুশ, বার্নার্দো সিলভা এবং নিকো গোঞ্জালেজ। দুইদলই এ ম্যাচে ১০ জন খেলোয়াড় নিয়ে খেলা শেষ করে। তবে এদিন সবার মূল আকর্ষণ ছিলেন বেলজিয়ান ফুটবলার ব্রুইনা। এদিন ৩৩ বছর বয়সী কেভিন ব্রুইনাকে সম্মান জানিয়ে একটি দেওয়ালচিত্র তৈরি করা হয়। এদিনের ম্যাচে প্রথমার্ধে একটি গোল মিস করেন ব্রুইনা। ম্যাচ শেষে সেই মিস নিয়ে বেলজিয়ান তারকা বলেন।
'আমি ভেবেছিলাম বলটা ঠিক আমার কাছে আসবে। তাই তৈরি ছিলাম। কিন্তু শেষে আর আমি তা করে উঠতে পারেনি।' ম্যাচের ৬৯তম মিনিটে কেভিন ডে ব্রুইনা যখন পরিবর্তিত খেলোয়াড় হিসেবে মাঠ ছাড়েন। তখন পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে তাকে অভিবাদন জানায়। এরপর তিনি মাঠেই থাকেন, ভক্তদের উদ্দেশে হাত নাড়েন এবং স্টেডিয়ামের পর্দায় তার জন্য তৈরি একটি শ্রদ্ধা ভিডিও ‘কিং কেভ’ দেখানো হয়। প্রিমিয়ার লীগের ইতিহাসে অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচিত ডি ব্রুইনা সিটির সাফল্যের কেন্দ্রে ছিলেন। ২০১৫ সালে সিটিতে যোগ দেয়ার পর থেকে ডি ব্রুইনা ১৬টি শিরোপা জিতেছেন। যার মধ্যে আছে ৬টি প্রিমিয়ার লীগ এবং ২০২৩ সালের চ্যাম্পিয়নস লিগ শিরোপা। যদিও সাম্প্রতিক মৌসুমগুলোতে চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচ মিস করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)