বিশ্বে এমন একটি দেশ রয়েছে যেখানে নারীদের হাই হিল পরার জন্য সরকারি অনুমতি প্রয়োজন। এটা শুনতে অবাক লাগলেও সত্য।হাই হিল ফ্যাশন প্রত্যেকের ব্যক্তিগত পছন্দ হলেও সে দেশে তা উল্টো। আপনি ক্যালিফোর্নিয়ার কারমেল-বাই-দ্য-সি শহরে গেলে ২ ইঞ্চির বেশি উঁচু হিল পরতে পারবেন না।আসলে এই শহরে উঁচু হিল পরা অবৈধ বলে বিবেচিত। পৌরসভার আইন অনুসারে কারমেল শহরে হাঁটার সময় এই ধরনের হিল পরা অপরাধ হলেও, পুলিশ কিন্তু হাই হিল নিষিদ্ধ করার আইন প্রয়োগ করে না।আপনি সহজেই অনুমতি পেতে পারেন এবং এর জন্য কোনও ফি দিতে হবে না।
এই আইনটি ১৯৬৩ সালে কার্যকর করা হয়েছিল এবং এর পেছনের কারণটি ছিল খুবই বিশেষ। কারমেলের মানুষ তাদের সুন্দর বাড়িঘর, মনোরম জায়গা এবং শহরের চারপাশের গাছের খুব যত্ন নেয়। গাছ এবং হাঁটার পথ সবসময় এক থাকে না। গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের শিকড়ও বৃদ্ধি পায়, এবং এখানেই সমস্যা দেখা দেয়।কখনও কখনও এই শিকড়গুলো কারমেল-বাই-দ্য-সি বাজার এলাকার হাঁটার পথ এবং ফুটপাতের উপরেও এসে পড়ে। যার কারণে মানুষের এবড়োখেবড়ো রাস্তায় পড়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। আর কারমেলে হাই হিল নিষিদ্ধ করার কারণ ছিল, পাতলা এবং হাই হিল পরে এমন রাস্তায় হাঁটলে অনেক দুর্ঘটনা ঘটতে পারত। তাই এটি যাতে না ঘটে তার জন্য এই আইনটি তৈরি করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)