বলিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী উরফি জাভেদ মাঝে মাঝেই আলোচনায় থাকেন। এবারও আলোচনায় এলেন তিনি একটি ভিডিওকে কেন্দ্র করে। সেই ভিডিওতে উদ্যোক্তা অশ্নীর গ্রোভার দাবি করেন— সালমান নাকি তার সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। সেই ভিডিও দেখেই অভিনেত্রী অশ্নীরকে একহাত নিলেন। আর নেটিজেনরাও উরফিকে সমর্থন করে কথা বললেন।এর আগে বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের ‘বিগ বস ১৮’-এর মঞ্চে উপস্থিত ছিলেন উদ্যোক্তা অশ্নীর গ্রোভার । সেখানেই অশ্নীরকে একহাত নিয়েছিলেন সালমান। চুপ করে দাঁড়িয়ে শুনেছিলেন উদ্যোক্তা। মাথা নিচু করে সম্মতি জানিয়েছিলেন ভাইজানের কথায়। অশ্নীর গ্রোভারের দাবি—সালমান খান নাকি তার সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন— অশ্নীরের সঙ্গে দেখা করা তো দূরের কথা, তার নামই কোনো দিন শোনেননি তিনি। সেই সময়ে মুখ দিয়ে আওয়াজ বেরোয়নি অশ্নীর গ্রোভারের।
দীর্ঘ দিন পর অশ্নীর গ্রোভার আবার নতুন এক ভিডিওতে বলেছেন— অকারণে আমার সঙ্গে ঝামেলা করে প্রতিযোগিতা শুরু করেছে। আমি তো ভদ্রভাবেই গিয়েছিলাম। এই প্রসঙ্গে উরফি জাভেদ বলেন, এসব কথা সালমানের সামনে বলার সাহস নেই অশ্নীর গ্রোভারের। তিনি বলেন, এ কথাগুলো শুধু সালমানের সামনে দাঁড়িয়ে বলে দেখাক। এই লোকটা হবে সালমানের প্রতিযোগী?
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)