জাতীয় প্রেসক্লাবে আজ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ষষ্ঠ উপজেলা পরিষদের স্বতন্ত্রভাবে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানরা তাঁদের অপসারণের প্রতিবাদ জানিয়ে পুনরায় তাঁদের স্বপদে বহালের দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ‘স্বতন্ত্রভাবে নির্বাচিত ষষ্ঠ উপজেলা পরিষদের অপসারিত জনপ্রতিনিধিবৃন্দ’ সংগঠনের সভাপতি ইজাদুর রহমান চৌধুরী। তিনি বলেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে যেহেতু কোনো দলীয় প্রতীক ছিল না, তারা স্বাধীনভাবে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেন। তবে গত বছরের ১৮ আগস্ট, হঠাৎ করে স্থানীয় সরকার বিভাগের নির্দেশে ৪৯৫টি উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের অপসারণ করা হয়, যা সংবিধানের ২৬, ২৭, ৩১ এবং ৫৯ অনুচ্ছেদ লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন তিনি।
এদিকে সংগঠনের আহ্বায়ক লায়লা বানু বলেন, উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ। তাঁরা প্রাকৃতিক দুর্যোগের সময়সহ সব সময় জনগণের পাশে ছিলেন, তবে বর্তমানে প্রশাসক দ্বারা পরিচালনা করা হচ্ছে, যা জনসেবা ও উন্নয়ন কার্যক্রমে বড় বাধা সৃষ্টি করছে।
সংবাদ সম্মেলনে বক্তারা স্থানীয় সরকার আইন অনুযায়ী উপজেলা চেয়ারম্যানদের অব্যাহতি দেয়ার এই সিদ্ধান্তকে অবৈধ এবং জনগণের প্রতি অবিচার বলে দাবি করেন। তাঁরা আরও বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তারা তৃণমূল পর্যায়ের জনগণের সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করতে না পারায় জনসেবা ব্যাহত হচ্ছে।
এছাড়া বক্তারা অন্যান্য রাজনৈতিক বিষয়ে, বিশেষত চট্টগ্রাম সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বানের প্রসঙ্গও তোলেন এবং বৈষম্যমূলক আচরণের অভিযোগ তোলেন।