প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৫, ৫:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৪, ১০:০২ পি.এম
গজারিয়ায় গায়েবী মামলার প্রতিবাদে ইউপি সদস্য বিএনপি নেতার সাংবাদিক সন্মেলন

মুন্সিগঞ্জের গজারিয়ায় এক ইউপি সদস্য ও বিএনপি নেতার পরিবারের পাঁচ সদস্যকে মুন্সীগঞ্জ সদরে কোটা আন্দোলনে নিহতের ঘটনায় আসামি করায় ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে,রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে জানিয়েছেন।
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর খেয়াঘাট এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ও গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মোল্লা বলেন, আমরা পারিবারিক ভাবেই বি,এন,পি'র রাজনীতির সাথে জড়িত,স্থানীয় রাজনীতির কারণে মুন্সীগঞ্জ স দরে কোটা আন্দোলনে নিহতের হামলায় আমি সহ পরিবারের ৫জনকে আসামি করা হয়। আমার ভাই বি আলম হত্যা নিয়ে স্থানীয় বি,এন,পি'র প্রভাবশালী নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান এর সাথে বিরোধ ছিল,আমরা এর প্রতিবাদ জানাই।
বিষয়টি সম্পর্কে অভিযুক্ত যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মজিবুর রহমান বলেন, হত্যা মামলায় তারা কিভাবে আসামি হয়েছে তা আমার জানা নেই। এ বিষয়ে আপনারা মামলার বাদির সাথে কথা বলতে পারেন। আমি শুধু এটা বলতে পারি এই পরিবারটি একসময় বিএনপি করলেও পরবর্তীতে তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল।
বিষয়টি সম্পর্কে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে বাদী হয়ে মামলা দুটি করা হয়েছে। আমরা নিয়েছি। মামলা দুটি নিয়ে গভীরভাবে তদন্ত করা হবে। প্রকৃতপক্ষে যারা অপরাধী তারাই আসামি হিসেবে থাকবেন। যারা নিরাপরাধ তদন্ত সাপেক্ষে প্রত্যেকে এখান থেকে অব্যাহতি দেয়া হবে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ সদরের সুপার মার্কেটে এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কর্মসূচিতে হামলায় ওইদিনের ঘটনায় ৩ জন নিহত হয়। ৯৫ জন গুলিবিদ্ধসহ আহত হন দেড় শতাধিক। এ ঘটনায় এখনো পর্যন্ত দুটি মামলায় ১১২২জনকে আসামি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
- সহ-সম্পাদক: প্রফেসর আসাদুজ্জামান সুমন
© All rights reserved © Daily Songbad diganta