পঞ্চগড়ের বোদা উপজেলায় জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নের আরাজি শিকারপুর এলাকায় এই ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়, আরাজি শিকারপুর এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের পরিবারের সঙ্গে বানিয়াপাড়া এলাকার জিয়াউর রহমানের পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। প্রায় ১০ থেকে ১২ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে একাধিক মামলা চলমান রয়েছে।
জমিটি পাল্টাপাল্টি দখলের অভিযোগ রয়েছে। কিছুদিন আগে জমিটি দখল করে জিয়াউর ও তার স্বজনরা ভুট্টা রোপণ করে। পরে গতকাল বৃহস্পতিবার দুপুরে তারিকুল ও তার স্বজনরা শতাধিক লোক ভাড়া করে ওই ভুট্টার জমিতে ট্রাক্টর দিয়ে চাষ দেন। এ সময় জিয়াউর ও তার স্বজনরা বাধা দিতে গেলে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন জিয়াউর ও তার আত্মীয় ইসমাইল। এ সময় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তরিকুল ও তার চাচা সাবেক সেনা সদস্য নজরুল ইসলামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে।
খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে দুই পক্ষের ২০ থেকে ২২ জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে কয়েকজনকে ঠাকুরগাঁও ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ থেকে ২৮ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আটক করে নিয়ে যাওয়ার সময় কলেজশিক্ষক তরিকুল ইসলাম বলেন, ‘জিয়াউরের স্বজনরা আমাদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করেছে। এখন আমাদেরকেই উল্টো ধরে নিয়ে যাওয়া হচ্ছে।’
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)