ভেনিজুয়েলার কাছ থেকে জ্বালানি তেল ও গ্যাস কিনলে ২৫ শতাংশ শুল্কের মুখোমুখি হবে যেকেনো দেশ, এমন হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ বিষয়ে মন্তব্য করেন তিনি। খবর এপি।ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র ও আমাদের লালিত স্বাধীনতার প্রতি ভেনিজুয়েলা অতি শত্রুতাপূর্ণ আচরণ করেছে। তাই কোনো দেশ যদি ভেনিজুয়েলা থেকে জ্বালানি তেল বা গ্যাস কেনে, তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো বাণিজ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক দিতে বাধ্য হবে।
‘আগামী ২ এপ্রিল থেকে এ শুল্ক কার্যকর হবে।’মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের ২০২৪ সালের বিশ্লেষণ অনুসারে, এ শুল্ক সবচেয়ে বেশি প্রভাব ফেলবে চীনের ওপর। কারণ ২০২৩ সালে ভেনিজুয়েলার রফতানীকৃত জ্বালানি তেলের ৬৮ শতাংশই কিনেছিল চীন। এছাড়া স্পেন, ভারত, রাশিয়া, সিঙ্গাপুর ও ভিয়েতনাম দেশটি থেকে জ্বালানি তেল আমদানি করে।শুধু তা-ই নয়, কারকাসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা যুক্তরাষ্ট্রও ভেনিজুয়েলা থেকে জ্বালানি তেল কেনে। মার্কিন সেনসাস ব্যুরোর তথ্য অনুযায়ী, জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের আমদানীকৃত ২০ কোটি ২০ লাখ ব্যারেল জ্বালানি তেলের মধ্যে ভেনিজুয়েলা থেকে এসেছে ৮০ লাখ ৬০ হাজার ব্যারেল। এদিকে এক প্রতিক্রিয়ায় ভেনিজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো জানান, তাদের"উন্নয়ন ব্যাহত করার জন্য স্বেচ্ছাচারী, অবৈধ ও এ মরিয়া পদক্ষেপ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যা আন্তর্জাতিক বাণিজ্য নিয়মের লঙ্ঘন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)