প্রিন্ট এর তারিখঃ মার্চ ২০, ২০২৫, ৩:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৫, ৬:০৫ পি.এম
কমলাপুর স্টেশনে কনটেইনার ট্রেন লাইনচ্যুত

কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় একটি কনটেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ফলে দেড় ঘণ্টার মতো ট্রেন চলাচল বন্ধ ছিল। এখন সিঙ্গেল লাইনে ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে একটি কনটেইনারবাহী ট্রেন স্টেশনে ঢোকার সময় ডাউনলাইনে পেছন থেকে ২টি ক্যারেজ পড়ে যায়। পরে স্টেশনের সব ট্রেনের মুভমেন্ট বন্ধ রাখা হয়।
দ্বায়িত্বশীল সূত্রগুলো বলছে, বগি লাইনচ্যুতির এ ঘটনায় আজ ট্রেন চলাচলে বিলম্ব হতে পারে। এতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হবে। বর্তমানে লাইন ক্লিয়ার করার কাজ চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
- সহ-সম্পাদক: প্রফেসর আসাদুজ্জামান সুমন
© All rights reserved © Daily Songbad diganta