সততা যে কোনো সুস্থ সম্পর্কের মূল ভিত্তি। এটি বিশ্বাস গড়ে তোলে, মানসিক সংযোগ দৃঢ় করে এবং খোলামেলা যোগাযোগকে উৎসাহিত করে। দাম্পত্য জীবনে সত্যবাদিতা পারস্পরিক শ্রদ্ধা ও সমর্থন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু প্রশ্ন হলো, সব সময় সত্য বলা কি আদৌ প্রয়োজনীয়? নাকি সুখী সংসারের জন্য কখনো কখনো ছোটখাটো মিথ্যার আশ্রয় নেয়া যেতে পারে?সত্য বলা সম্পর্ককে গভীর করতে পারে, তবে এর ফলে দ্বন্দ্বও সৃষ্টি হতে পারে। অনেক সময় সম্পূর্ণ সত্য বলার বদলে এমনভাবে তা উপস্থাপন করা দরকার যাতে সম্পর্কের স্থায়িত্ব বজায় থাকে।"
তবে সততা প্রকাশের ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা দরকার। যেমন—
সততা ও সংবেদনশীলতার সমন্বয়: সত্য বলার সময় সঙ্গীর অনুভূতির দিকটিও বিবেচনায় রাখা জরুরি। সরাসরি সত্য বলার পরিবর্তে স্নেহপূর্ণ ও কৌশলী উপস্থাপন সুখী সম্পর্ক বজায় রাখতে সহায়ক হতে পারে।
একটি নিরাপদ পরিবেশ তৈরি করা: যেখানে উভয়েই নিজের অনুভূতি নির্ভয়ে প্রকাশ করতে পারেন।সংক্ষেপে বলা যায়, দাম্পত্য জীবনে সততা গুরুত্বপূর্ণ হলেও, সেটি কীভাবে প্রকাশ করা হচ্ছে সেটিও সমান গুরুত্বপূর্ণ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)