আজমেরী হক বাঁধন বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী। ২০০৬ সালে লাক্স সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পা রাখেন তিনি। নাটক, মডেলিং ও চলচ্চিত্রে তার অভিনয় দক্ষতা দর্শকদের মুগ্ধ করেছে। ক্যারিয়ারে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন।ব্যক্তিগত জীবনে, বাঁধন একমাত্র মেয়ে সায়রা আমানি সায়রাকে নিয়ে একা মা হিসেবে জীবনযাপন করছেন। মিডিয়া থেকে বিরতির পর, ২০২৪ সালে তিনি আবারো অভিনয়ে ফিরে আসেন। এ সময় তিনি ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রে অভিনয় করে কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হন।
পরবর্তীতে বলিউডের বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ ওয়েবফিল্মেও তাকে দেখা যায়।এই অভিনেত্রীর বেশ কিছুদিন ধরেই খোঁজ নেই। জুলাই আন্দোলনে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথেও সরব ছিলেন তিনি। কিন্তু এরপর মাস কয়েক নিজেকে আড়াল করে নিয়েছিলেন। সোশ্যাল মিডিয়াতেও ছিল না কোনো আনাগোনা। তবে বাংলা নববর্ষের দিন ফিরলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাঁধন বললেন, সোশ্যাল মিডিয়া দূরে থেকে থাকায় শান্তিতে ছিলেন তিনি।ফেসবুক পোস্টে বাঁধন লেখেন, ‘হ্যালো, পৃথিবী! শুভ নববর্ষ! আমি এখনো এখানেই আছি। এখনো আমার মায়ের বাড়িতেই থাকি, আমার বাবার গাড়ি চালাই। বাইরে জীবন সহজ, কিন্তু ভেতরে নীরবে ভাঙাগড়া চলে। আমি কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে সরে এসেছিলাম এবং সত্যি বলতে, এটি আমাকে শান্তি এনে দিয়েছে।’
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)