প্রিন্ট এর তারিখঃ মার্চ ২০, ২০২৫, ১:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৫, ৪:৩৩ পি.এম
আসামি ধরতে গিয়ে হামলার শিকার তিন পুলিশ সদস্য
সাভারে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য। এ সময় ভাঙচুর করা হয়েছে পুলিশের যানবাহন। এ ঘটনায় মোহাম্মদ নাসির (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মোহাম্মদ নাসির শোভাপুর গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে।আজ বুধবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুবাড়িয়া শোভাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা।ওসি জুয়েল মিঞা জানান, সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে আসামি গ্রেপ্তার করতে গেলে উপস্থিত পুলিশ সদস্যদের ‘ভুয়া পুলিশ’ আখ্যায়িত করে তাদের ঘেরাও করে রাখেন এলাকাবাসী। একপর্যায়ে তাদের ওপর হামলা চালিয়ে ভাঙচুর করা হয় পুলিশের তিনটি মোটরসাইকেল। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে মোহাম্মদ নাসির (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।ওসি জুয়েল মিঞা আরও জানান, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
- সহ-সম্পাদক: প্রফেসর আসাদুজ্জামান সুমন
© All rights reserved © Daily Songbad diganta