প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৩, ২০২৫, ২:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২৫, ১০:৩৪ এ.এম
সিবিওটিতে কমেছে গমের দাম

শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) টানা চতুর্থ দিনের মতো গমের দরপতন হয়েছে। গতকাল এক সপ্তাহের সর্বনিম্নের কাছাকাছি দামে পণ্যটির বেচাকেনা হয়েছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, ডলারের বিনিময় হার বৃদ্ধি ও যুক্তরাষ্ট্র থেকে রফতানীকৃত পণ্যের চাহিদা কমে যাওয়ায় বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। খবর বিজনেস রেকর্ডার।
সিবিওটিতে গতকাল গমের দাম দশমিক ৪ শতাংশ কমেছে। প্রতি বুশেলের মূল্য নির্ধারণ হয়েছে ৫ ডলার ৫৫ সেন্টে।সিঙ্গাপুরের এক শস্য ব্যবসায়ী বলেন, ‘ডলারের শক্তিশালী অবস্থান ও যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক রফতানি হ্রাসের কারণে গমের দামে কিছুটা চাপ তৈরি হয়েছে। তবে আগামী মাসগুলোয় কৃষ্ণ সাগরীয় অঞ্চল থেকে গমের সরবরাহ কমে আসার আশঙ্কা রয়েছে। তাই এমন দরপতনের ধারা কমে আসতে পারে।’এদিকে সিবিওটিতে সয়াবিন ও ভুট্টার দামও কমে এসেছে। এর মধ্যে সয়াবিনের দাম দশমিক ৪ শতাংশ কমে বুশেলপ্রতি মূল্য নির্ধারণ হয়েছে ১০ ডলার ৯ সেন্টে। অন্যদিকে ভুট্টার দাম দশমিক ৫ শতাংশ কমে প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ৪ ডলার ৬৬ সেন্টে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
- সহ-সম্পাদক: প্রফেসর আসাদুজ্জামান সুমন
© All rights reserved © Daily Songbad diganta