২০১৩ সালের ৩১শে আগস্ট প্রথমবারের মতো নেপালের বিপক্ষে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামেন ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া। তিনিই প্রথম বিদেশে জন্ম নেয়া ক্রীড়াবিদ, যিনি আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশের। দীর্ঘ ছয় বছর পর দ্বিতীয় প্রবাসী হিসেবে লাল-সবুজের জার্সি গায়ে জড়ান তারিক রায়হান কাজী। গত বছর কানাডা প্রবাসী সৈয়দ শাহ কাজেমের সঙ্গে এবার বড় নাম ইংলিশ প্রিমিয়ার লীগে খেলা হামজা চৌধুরী। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার ভারতের বিপক্ষে অভিষেক হবে বর্তমানে শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ফুটবলারের।
ম্যাচটির আগে গতকাল হামজা চৌধুরীকে নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও হেড কোচ হাভিয়ের কাবরেরা। সেখানে জামাল বলেন, আমি যখন এসেছিলাম তখনও একই র যারা যেতে পারেননি তারা আশায় বুক বেঁধেছেন, হামজার হাত ধরেই হয়তো বদলে যাবে দেশের ফুটবল। ফিরে আসবে সেই সোনালী দিন। তার প্রভাব অল্প সময়েই এতটা হয়েছে, ঠিক যেমনটা বিশ্ব ফুটবলে রয়েছে আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসির। গতকাল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও বললেন একই কথা। তিনি বলেন, ‘অবশ্যই এটা ঠিক তেমনই, যখন আমি এসেছিলাম। হামজা প্রিমিয়ার লীগে খেলা খেলোয়াড়, আমাদের দলে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)