প্রিমিয়ার লিগের এবারের আসরে লিভারপুলের বিজয় কুচকাওয়াজে একটি গাড়ি উঠে যায়। এ ঘটনায় ২৭ জন আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।মার্সিসাইড পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি শ্বেতাঙ্গ, ব্রিটিশ এবং লিভারপুল এলাকার বাসিন্দা।সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নর্থ ওয়েস্ট অ্যাম্বুলেন্স সার্ভিসের
(এনডব্লিউএএস) ডেভ কিচিন বলেন, ২৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে ২০ জনকে।প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ‘ভয়াবহ’ দৃশ্য বলে বর্ণনা করেছেন। এছাড়া প্রত্যক্ষদর্শীরা বলেছেন, একটি গাড়ি শহরের কেন্দ্রস্থলে উদযাপনরত মানুষের ভিড়ের ওপর চাপা দিতে দেখেছেন তারা।লিভারপুল সিটি কাউন্সিলের সদস্য লিয়াম রবিনসন সংবাদ সম্মেলনে বলেন, ‘এই ঘটনাটি শহরের জন্য আনন্দের দিনটি অন্ধকার ছায়া ফেলেছে’।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)