দিনাজপুরের বিরলে নিখোঁজের একদিন পর ভবেশ চন্দ্র রায় (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবার ও স্থানীয়রা জানিয়েছে, গুরুত্বর আহতাবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।
ধারণা করা হচ্ছে, তাকে আঘাত করার পর অসুস্থ্য হয়ে পড়েছিলেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে দিনজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে রাত ১০ টার দিকে উপজেলার বাসুদেবপুর গ্রামের পার্শে তাকে মুমূর্ষ অবস্থায় পাওয়া যায়।নিহত ভবেশ চন্দ্র রায় বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের মৃত তারকানন্দ রায়ের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কয়েকজনের সঙ্গে ভবেশ চন্দ্র রায় বাড়ি থেকে বের হয়ে যান। পরে রাত ১০ টার দিকে ফুলবাড়ী হাটে তাকে মুমূর্ষ অবস্থায় পেয়ে এলাকার লোকজন তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সবুর জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে তবে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি আরও ভালোভাবে জানা যাবে। তবে এই ঘটনায় এখনও পরিবারের কেউ লিখিতভাবে অভিযোগ দায়ের করেনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)