ডায়েট করে বড় বিপদ ডেকে আনলেন ভারতীয় অভিনেত্রী পূজারিণী ঘোষ। কড়া ডায়েট মানতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছেন তিনি। তাও একবার নয়, তিনবার। এমনকি শারীরিক অবস্থা বেগতিক দেখে আইসিইউতে রাখা হয়েছে অভিনেত্রীকে। তবে পূজারিণী এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, কড়া ডায়েট অনুসরণ করতে করতে আকস্মিক স্ট্রেসের কারণে অভিনেত্রীর রক্তচাপ কমে যায়। এতেই বারবার জ্ঞান হারিয়ে ফেলেন পূজারিণী। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
মডেলিং থেকে অভিনয়ে আসেন পূজারিণী। গত বছর মুক্তি পেয়েছে তার ‘কৈফিয়ৎ’ নামে একটি সিনেমা। এ ছাড়া ‘ওঝা’ ওয়েব সিরিজেও অভিনয় করতে দেখা গেছে তাকে। এ ছাড়া পূজারিণীর ঝুলিতে আছে ‘রূপকথা’ ও ‘আশমানি ভোর’ নামে দুটি চলচ্চিত্র। টালিপাড়ায় বেশ কয়েক বছর ধরে অভিনয় করেছেন পূজারিণী। ‘জেএল ফিফটি’ হিন্দি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি।
ইতোপূর্বে এক সাক্ষাৎকারে পূজারিণী গণমাধ্যমে জানিয়ে ছিলেন, শুধু খবরে থাকার জন্য আমি কাজ করতে রাজি নই। অবশ্যই কাজের ক্ষুধা আছে। কিন্তু যে কাজ আমাকে তৃপ্তি দেবে না, তেমন চরিত্রে অভিনয় করতে রাজি নই।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)