প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৪, ২০২৫, ৩:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২৫, ২:৫৯ পি.এম
কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপের ঘোষণা

কানাডা ও মেক্সিকোর ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের ওপর শুল্ক বাড়ানোর কথাও জানিয়েছেন তিনি। এদিকে, এই সিদ্ধান্তের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
আবারও বানিজ্য নীতিতে কড়া অবস্থান নিচ্ছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার থেকে কানাডা ও মেক্সিকোর ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানান, চীন থেকে আমদানির ওপর শুল্ক দ্বিগুণ করা হবে। এছাড়া, পারস্পরিক শুল্কের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প। আগামী ২ এপ্রিল থেকে কার্যকর হবে পারস্পরিক শুল্ক।
ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার বিরুদ্ধে জোরালো প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ২৫ শতাংশ শুল্ক কোনোভাবেই মেনে নেয়া হবে না বলে জানায় ইইউ। বৃহস্পতিবার ট্রাম্পের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।তিনি বলেন, শুল্ক আরোপ করলে কঠিন জবাব দেবে তার দেশ। তবে প্রতিবেশীর সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে না চাইলেও, দেশের অর্থনীতি রক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত অটোয়া।
বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন, নতুন শুল্ক কার্যকর হলে কানাডা ও মেক্সিকো থেকে আমদানি হওয়া পণ্যের দাম বাড়তে পারে, বিশেষ করে গাড়ি শিল্পে। এর ফলে মূল্যস্ফীতির আশঙ্কাও রয়েছে বলে জানান তারা। ট্রাম্পের এই পদক্ষেপ যদি বাস্তবায়িত হয়, তবে তা বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় বিশাল অস্থিরতা তৈরি করতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
- সহ-সম্পাদক: প্রফেসর আসাদুজ্জামান সুমন
© All rights reserved © Daily Songbad diganta