টাঙ্গাইলের পৌর এলাকার অলোয়া তারিনী থেকে রাসেল নামের ১০ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আরো পড়ুন: টাঙ্গাইলে রঙ্গীন ফুলকপি চাষে কৃষকের স্বপ্নপূরণ
৭ জানুয়ারি বুধবার সকালে ওই গ্রামের একটি বিল থেকে গলায় রশি পেচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন।
অফিসার ইনচার্জ জানান নিহত রাসেল ওই গ্রামের সোনা মিয়ার ছেলে। মঙ্গলবার বিকেলে রাসেল বাড়ি থেকে বের হয়। এরপর থেকে নিখোঁজ ছিলো সে। আজ সকালে স্থানীয় লোকজন অলোয়া বিলে রাসেলের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)