প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ১১:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৪, ৫:৪৮ পি.এম
টাঙ্গাইলে কাভার্ড ভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত দুই

টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। রোববার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসাইল উপজেলার গুল্লা এলাকায় নিয়ন্ত্রণহীন একটি প্রাইভেট কার সামনে থাকা একটি কাভার্ডভ্যানে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। নিহতদের মধ্যে প্রাথমিকভাবে একজনের পরিচয় পাওয়া গেলেও বাকি কারও নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় পাওয়া ওই একজনের নাম সাইদ বলে জানা গেছে।
পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে গাড়িটি ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে বাসাইল উপজেলার গুল্লা এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন গাড়িটির চালকসহ আরও তিনজন।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভুঁইয়া।
https://youtu.be/jUzwZkxWV9k?si=Tb-5wzJc8cdO_Rqh
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
- সহ-সম্পাদক: প্রফেসর আসাদুজ্জামান সুমন
© All rights reserved © Daily Songbad diganta