প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১, ২০২৫, ১:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৫, ১:৪৫ পি.এম
স্বাধীনতার কথা

ভিনদেশিরা লুটের আশায় এলো আমার দেশে,লুটতরাজ আর খুনের নেশায় মাতল দানোর বেশে
সবুজ শ্যামল গ্রাম জনপদ রক্তে হলো লাল,
সেই লহুতে ভাসল দেশের হাওর নদী খাল।
অধিকারের ন্যায্য কথা আনলে কেউ মুখে
অমনি তারে সোজাসুজি করত গুলি বুকে।
ভরত নিয়ে অন্ধকারের বন্ধ কারাগারে;
এমনতর যন্ত্রণা কেউ সইতে কি আর পারে?
জাগল তখন দেশের মানুষ—জাগল মায়ের ছেলে,
মুক্তির নেশায় ঝাঁপিয়ে পড়ে রণের মশাল জ্বেলে।
মার খেয়ে সব পাক সেনারা মানল পরাজয়,
লাল সবুজের বিজয় নিশান উড়ল আকাশময়।মুক্তিপাগল বীর বাঙালি আনন্দ উল্লাসে
স্বাধীনতার সাগরজলে দৃপ্ত সুখে ভাসে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
- সহ-সম্পাদক: প্রফেসর আসাদুজ্জামান সুমন
© All rights reserved © Daily Songbad diganta