কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা শ্রমিক লীগের যুগ্ন-আহবায়ক তাজউদ্দিন তাজকে গ্রেফতার করেছে পুলিশ। জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ ফেব্রæয়ারি) সকালে জেলা সদরের আখড়া বাজার এলাকা থেকে কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তাজউদ্দিন তাজ হোসেনপুর উপজেলা শ্রমিক লীগের যুগ্ন-আহŸায়ক এর দায়িত্ব পালন করে আসছে। তিনি সিদলা ইউনিয়নের চর-বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা। গত ৫ আগষ্ট কিশোরগঞ্জ শহরে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত তাজউদ্দিন তাজকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)