প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৯, ২০২৫, ৯:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৫, ১২:১৬ পি.এম
স্বামীকে কেন ভাগ্যবান মনে করেন প্রীতি

বিদেশি নাগরিককে বিয়ে করার পর লস অ্যাঞ্জেলেসে সংসার পেতেছেন বলি অভিনেত্রী প্রীতি জিনতা। যদিও দেশে নিয়মিত আসা-যাওয়া তার। আমেরিকা নিবাসী জেন গুডএনাফের সঙ্গে বিয়ের পরও নিজের দেশের সঙ্গে বন্ধন আলগা হয়নি প্রীতি জিনতার। বরং নিজের সংসারে দুই সংস্কৃতির মিশ্রণ ঘটিয়েছেন অভিনেত্রী। তার দুই ছেলেমেয়ে জয় ও জিয়া, তাদের বড় করে তুলেছেন মিশ্র সংস্কৃতির আবহে। তারা যতটা ভারতীয়, ততটাই মার্কিন।
শোনা যায়, একটা সময় প্রীতি নাকি প্রায় নিঃস্ব হয়ে গিয়েছিলেন। সেই সময় ভারতীয় শিল্পপতির সঙ্গেও প্রেম ভেঙে যায় অভিনেত্রীর। তারপরই জীবনে আসেন গুডএনাফ। যদিও নিজের স্বামীকেই বেশি ভাগ্যবান মনে করেন প্রীতি। কারণ তিনি ভারতীয় নারীকে বিয়ে করেছেন।সম্প্রতি দুই ছেলেমেয়ে, স্বামীকে নিয়ে হোলি উদ্যাপন করেছেন অভিনেত্রী। ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন—ভারতীয় মার্কিন পরিবার হিসাবে আমরা একে অপরের উৎসব এবং সংস্কৃতি উদ্যাপন করার চেষ্টা করি। তাই বাচ্চারা উভয় দিকের শিকড় সম্পর্কে জানে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
- সহ-সম্পাদক: প্রফেসর আসাদুজ্জামান সুমন
© All rights reserved © Daily Songbad diganta