টাঙ্গাইলের মির্জাপুরের রইসুল ইসলাম প্রমাণ করেছেন ইচ্ছাশক্তি ও পরিশ্রমের মাধ্যমে সফলতার শিখরে পৌঁছানো সম্ভব। মাত্র দুইটি গরু দিয়ে যাত্রা শুরু করে তিনি এখন "মা ডেইরি ফার্ম" নামে একটি সফল গরুর ফার্ম গড়ে তুলেছেন, যেখানে প্রায় ২৫টি গরু রয়েছে।
স্থানীয় এলাকায় রইসুল ইসলামের এই ফার্ম ব্যাপক প্রশংসা অর্জন করেছে। তার ফার্ম থেকে প্রাপ্ত দুধ সরবরাহ করা হচ্ছে বিভিন্ন স্থানে, যা স্থানীয় চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রইসুল ইসলাম জানান, “শুরুতে অনেক চ্যালেঞ্জ ছিল। তবে পরিশ্রম আর সঠিক পরিকল্পনার মাধ্যমে আমি এই অবস্থানে আসতে পেরেছি। আমার লক্ষ্য আরও বড় পরিসরে কাজ করা।”
তার এই সাফল্যের গল্প নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় মানুষজনের মতে, এই উদ্যোগ কেবল রইসুলের নয়, পুরো এলাকায় ইতিবাচক প্রভাব ফেলছে।
রইসুল ইসলামের "মা ডেইরি ফার্ম" বর্তমানে এলাকার অন্যতম উল্লেখযোগ্য একটি উদ্যোগ হিসেবে পরিগণিত হচ্ছে। এটি শুধু দুধ উৎপাদন নয়, কর্মসংস্থানও সৃষ্টি করেছে। তার এই সাফল্য টাঙ্গাইলের মাটিতে নতুন উদ্যোক্তাদের জন্য পথ প্রদর্শক হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)