মাদারীপুরে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে ঢাকা-বলিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে পরীক্ষার্থীরা। মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টার দিকে কালকিনি উপজেলার ভূরঘাটা নামকস্থানে এ অবরোধ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।এ সময় মহাসড়কের উভয়পাশে তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ ঘটনাস্থলে এসে পরীক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরীক্ষার্থীদের শান্ত করেন।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন প্রকার শ্লোগান দিতে থাকেন। কালকিনি উপজেলার পরীক্ষার্থীরা কালকিনি ও ডাসার উপজেলার পরীক্ষার্থীরা ডাসার কেন্দ্রে পরীক্ষার কেন্দ্র দেয়ার দাবি জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেন পরীক্ষার্থীরা।
পরীক্ষার্থীরা জানান, আপাতত আমরা আন্দোলন প্রত্যাহার করলাম। আমাদের দাবি যদি না মেনে নেয়া হয়, তাহলে আগামী দিন থেকে অনির্ষ্টকালের জন্য আন্দোলন দিতে বাধ্য হব।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)