মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ওমানে নিষিদ্ধ করা হয়েছে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের সিনেমা "স্কাই ফোর্স"। কারণ মনে করা হচ্ছে, ছবিটি ভারত-পাকিস্তান দ্বন্দ্বকে আবারও সামনে নিয়ে এসেছে, যা মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য অস্বস্তিকর হতে পারে।
ছবির বিষয়বস্তু এই ধরনের রাজনৈতিক বৈরিতা পুনরায় উত্তেজনা সৃষ্টি করতে পারে, যা ওই অঞ্চলের জন্য অযাচিত হতে পারে। ছবির সঙ্গে যুক্ত একটি সূত্রও এই বিষয়ে মন্তব্য করে জানিয়েছেন, এর আগে "ফাইটার" এবং "রুস্তম"সহ একাধিক ছবি একই কারণে নিষিদ্ধ হয়েছিল। যেমন, ২০২৪ সালের "আর্টিকেল ৩৭০" এবং ২০২৩ সালে দীপাবলিতে মুক্তি পাওয়া "টাইগার ৩" ছবিগুলোও কুয়েত, কাতার এবং ওমানে নিষিদ্ধ করা হয়েছিল।
অক্ষয়ের "স্কাই ফোর্স" সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন সারা আলি খান, নিমরত কৌর এবং শরদ কেলকার। যদিও ছবির সমালোচকরা দাবি করেছেন, "স্কাই ফোর্স"-এ এমন কোনো উগ্র জাতীয়তাবাদী বার্তা নেই যা নিষিদ্ধ করার মতো হতে পারে।তাদের মতে, ছবিটি তেমন কোনো বিতর্কিত দৃশ্য বা বার্তা প্রদর্শন করে না, এবং এটি নিষিদ্ধ করার সিদ্ধান্তটি অনেকের জন্য বিস্ময়কর।
এই নিষেধাজ্ঞা পশ্চিম এশিয়ায় একটি বড় চমক হিসেবে এসেছে, যেখানে ভারতীয় চলচ্চিত্রের প্রতি মানুষের আগ্রহ বেশ উচ্চ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)