তরুণ প্রজন্মের গায়ক শেখ সাদীর ইউটিউব ও ফেসবুকে বেশ খ্যাতি ও জনপ্রিয়তা রয়েছে। তার গাওয়া অনেক গানই কোটির বেশি ভিউ হয়েছে। তাঁর ‘ললনা’ গানটি ১৫ কোটি মানুষ দেখেছে ইউটিউবে। সাধারণত মেলোডিনির্ভর গান করলেও হিপহপ বা র্যাপ গানেও নিয়মিত পাওয়া যায় সাদীকে।এবার পাওয়া গেল ইসলামী গানে। গতকাল তাঁর ইউটিউব চ্যানেলে ‘গুনাহগার’ নামের গানটি প্রকাশ করেছেন। লিখেছেন ও সুর করেছেন মুস্তাফা সুমন। ভিডিও পরিচালনা করেছেন স্বাক্ষর।সাদী বলেন, ‘ঘরোয়াভাবে অনেক সময় ইসলামিক গান করেছি। এবারই প্রথম আমার শ্রোতাদের উদ্দেশে গাইলাম। মৌলিক এই গানটিতে আল্লাহর কাছে মাফ চেয়েছি। আমরা চলতি পথে সবাই কত ভুল করে ফেলি, সেই ভুল যদি আল্লাহ ক্ষমা না করেন তাহলে আমরা মাফ পাব না।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)